মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল


Published on: February 27, 2022 at 3:44pm


Image

 

গত ২৩ শে ফেব্রুয়ারী ২০২২ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মাল্টিপারপাস মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্টার ড. মোঃ মোয়াজ্জম হোসেন। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হুদা পরীক্ষা নিয়ন্ত্রক, ড. ফারুক হোসেন ডিন (ভারপ্রাপ্ত) ব্যবসায় প্রশাসন অনুষদ ও অধ্যাপক ড. এম. লিয়াকত আলি খান ডিন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। 
সভার শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কমকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রথম বক্তব্য পেশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা। তিনি ভাষা আন্দোলনের পটভূমি ও বেদনাময় সংক্ষিপ্ত ইতিহাস  আলোচনা করেন যাতে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের মাধ্যমে জাতি ও রাষ্ট্র হিসেবে  বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. ফারুক হোসেন বাংলা ভাষার বিন্যাস ও গভীরতার ঐতিহাসিক এবং বাস্তব জীবনের ব্যবহারিক উদাহরণ উপস্থিত শ্রোতাদের মাঝে তুলে ধরে সকলকে উজ্জীবিত করেন। অধ্যাপক ড. এম. লিয়াকত আলি খান রাষ্ট্রীয় ভাষা বাংলার অর্জনের গৌরবময় ও বিষাদময় ইতিহাস উপস্থিত শ্রোতাদের মাঝে তুলে ধরেন। মাননীয় সভাপতির বক্তব্যে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের তিনি বাংলা ভাষার অঞ্চল ভিত্তিক  প্রকারভেদ এবং অনুরূপ বিশ্বের সকল ভাষার বৈচিত্র্যে ও সৌন্দর্যের গুরুত্ব সবার মাঝে তুলে ধরেন। ভাষা শহিদের রুহের মাগফিরাত ও বিশ্বের সকলের মঙ্গলের জন্য মোনাজাতের মাধ্যমে রেজিস্টার ড. মোঃ মোয়াজ্জম হোসেন আলোচনা সভাটির সমাপ্তি ঘোষণা করেন।