৩য় বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশীপ এ ফুটবল ও ক্রিকেটে হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশের অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচন


Published on: September 06, 2022 at 4:25pm


Image

২০২২ এ অনুষ্ঠতব্য ৩য় বঙ্গবন্ধু র্স্পোটস্ চ্যাম্পিয়নশীপের ফুটবল ও ক্রিকেটে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষার্থীদের দুটি দল অংশগ্রহন করছে। এই দল দুটির পৃষ্ঠপোশক ও মুল উদ্যোক্তা হিসেবে কার্যত আছে হামদর্দ র্স্পোটস্ কমিটির সভাপতি ইউনানি মেডিসিন বিভাগের সহকারি প্রফেসর, ড. নজরুল ইসলাম। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্রিকেট দলের ম্যানেজারের ভূমিকায় আছেন ইংরেজি বিভাগের লেকচারার, মোঃ এমাজুদ্দিন আহমেদ এবং কোচ এর দায়িত্বে নিয়োজিত আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচারার, মাসুদ আলম। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফুটবলে অংশগ্রহনকারী দলের ম্যানেজারের ভূমিকায় আছেন ই.ই.ই বিভাগের লেকচারার, মোঃ আব্দুল্লাহ আল হাইসেম এবং সি.এস.ই বিভাগের লেকচারার, মোঃ আবুল হাসনাত । গত ৩০ শে আগস্ট ৩য় বঙ্গবন্ধু র্স্পোটস চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী হামদর্দ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের দলের জার্সি উন্মোচন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রফেসর ফারুক- উজ-জামান চৌধুরী পিএইচডি, ট্রেজার প্রফেসর, ড. আবুল খায়ের এবং পরীক্ষা নিয়ন্ত্রক, মোঃ নুরুল হুদা।