২৩ অক্টোবর ২০২২ তারিখে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ, ঢাকা ৭ম আয়ুর্বেদিক দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ-এর মাননীয় সদস্য, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর মোতাওয়াল্লী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আয়ুর্বেদিক সিস্টেমের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে তাদের দৈনন্দিন জীবনে আয়ুর্বেদি গ্রহণের আহবান জানান। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী তাঁর বক্তব্যে আয়ুবেদিক সিস্টেমের গুরুত্ব তুলে ধরে বলেন এ অঞ্চলের জনগণ শত শত বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে আসছে সাফল্যর সাথে। আরো বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ হাবিবুর রহমান পরিচালক, হোমিও ট্র্যাডিশনাল মেডিসিন, ডিজিএইচএস; ডাঃ মোঃ আবু জাহের, লাইন ডিরেক্টর; বিকল্প চিকিৎসা পরিচর্যা, ডিজিএইচএস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের শিক্ষক ও শিক্ষর্থীরা। আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ।





