গত ১ নভেম্বর ২০২২ বেলা ১১ টায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মাল্টিপারপাস মিলনায়তনে নবীন বরন ‘ফল-২০২২’ অিনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফারুক- উজ-জামান চৌধুরী ভাইস-চ্যান্সেলর, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাঃ আমানউল্ল্যাহ্ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের । মঞ্চে আরও উপস্থিত ছিলেন মোঃ নুরুল হুদা পরীক্ষা নিয়ন্ত্রক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর রেজিস্টার ড. মোঃ মোয়াজ্জম হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. ফারুক হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগীয় প্রধান ও ছাত্র কল্যাণ উপদেষ্টা ,হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ । এই অনুষ্ঠানে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করার জন্য মঞ্চে উপস্থিত অতিথিরা বিভিন্ন দিক নির্দেশক বক্তব্য প্রদান করেন এবং তাদের বিশ্ববিদ্যালয় এর শুভ যাত্রা কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।
pro office