বিজয় দিবস ২০২২ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উদযাপিত


Published on: December 20, 2022 at 11:42am


Image

১৮ ডিসেম্বর ২০২২ তারিখে দুপুর ১২ টায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে বিজয়ের ৫১তম বছর উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।  এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক  ড. ফারুক- উজ-জামান চৌধুরী । মঞ্চে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের, উপদেষ্টা অধ্যাপক ড. মুহাঃ  আমানউল্ল্যাহ্, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর রেজিস্টার ড. মোঃ মোয়াজ্জম হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  রেজিস্ট্রার মহোদয় পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন এবং তাঁর স্বাগত  বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা সভায় শিক্ষকদের পক্ষ ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল আলাম , ব্যবসায়  প্রশাসন বিভাগের প্রধান ড. ফারুক হোসেন এবং গণিত বিভাগের প্রধান ড. জহিরুল হক মুন্সি বক্তব্য প্রদান করেন। তাঁরা তাদের বক্তব্যে বাংলাদেশ এর গৌরবময়  ইতিহাস এবং অর্জনের উপস্থিত শ্রোতাদের নিকট কথা তুলে ধরেন। পরবর্তীতে আলোচনা সভার অতিথিগণ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে শহীদদের ত্যাগের বিনিময়ে আমাদের দেশের প্রাপ্তিকে মূল্যায়ন করার জন্য উপস্থিত শ্রোতাদের উদ্ভূদ্ধ করেন। একাত্তরের শহীদদের এবং বাংলাদেশের উজ্জ্বল সফল ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।