- Home
- About Us
- Admission
- Faculty
- Academic
- Our Campus
- Research and Publications
- News & Events
- IQAC
- Contact
Published on: February 26, 2023 at 10:04am
গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর মাল্টিপারপাস মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসনের ডিন, অধ্যাপক ড. মোঃ আমানউল্লাহ্, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, অধ্যাপক ড. মীর মোহম্মদ আজাদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবুল কালাম আজাদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জহিরুল হক মুন্সি, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সুফিয়ান আহমেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) মোঃ জুবাইর আরেফীন।
সভার শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন তিলাওয়াত ও গীতা পাঠে এর মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কমকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য পেশ করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ জুবাইর আরেফীন। তিনি ভাষা আন্দোলনের পটভূমি ও বেদনাময় ইতিহাস সংক্ষেপে আলোচনা করেন ।
আলোচনা সভার সভাপতি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে ভাষা-শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন শহিদ সালাম, রফিক, বরকত, জব্বার, শফিকসহ অন্যান্য শহিদদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি । শ্রদ্ধা জানান বাংলার মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি; যিনি বাংলাকে রাষ্টভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলন শুরু করেছিলেন এবং যার আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন জাতি হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি, পেয়েছি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
ভাষা শহিদের রুহের মাগফিরাত ও বিশ্বের সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভাটির সমাপ্তি ঘটে।